বাবাকে নিয়ে সাদেক আহমেদের একটি কবিতা


 

আব্বারে তো ভুইলাই গেছি


আব্বারে এখন ভুইলাই গেছি,

শুধু হুট কইরা গভীর রাইতে ফোনে কল আইলে মনে পড়ে এই বুঝি আব্বা কল দিল।

মাসের শেষে যখন পকেট খালি হইয়া যায়,

শুধু তখন মনে পড়ে।

ঈদের দিন সকালে যখন ঈদগাহে যাই,

তখন মনে হয় একটু বেশিই মনে পড়ে।

মাটির মধ্যে যখন চিৎ হইয়া শুইয়া থাকি,

শুধু তখন মনে হয় আমি আর আব্বা বুঝি এক চাউনির নিচে শুইয়া আছি।

পরীক্ষার দিন সকালে যখন তাড়াহুড়ো কইরা বের হই,

তখন ভাবি এই বুঝি আব্বা কল দিব।

ফজরের আজানের পর যখন ঘুমাইয়া থাকি,

ভাবি আব্বা আইসা ডাইকা দিব।

তয় আব্বা অন্ধকারে মাটির এত ছোট্ট ঘরখানাতে

আমারে ছাইড়া কত দিন কাটাই দিলা;

আমারে কি তোমার দেখতে মনে চায় না!

একবার আমারে নাম ধইরা ডাক,

আমিও তোমার সাথে ডুইকা যামু চিরনিদ্রায়।