১. কথা
যা কিছু বলি আফসোস হয়
মনে চায় একটা বোবা হলে ভাল হয়
বাপরে পাগল বলে গালি
পাখির উপর গালিগালজ
বুড়ো ভিক্ষুখকে সালার আপদ
বন্ধুকে কুকুর
কত কি বলি।
সব তথ্য ফাঁস করে দিয়ে করি হাসফাস।
ভালো লাগে না
মুক্তি পেতে ইচ্ছে করে
কথা গুলো সাপ হয়ে ছোবল মারে
খেয়ে ভুলে যাই সব।
একত্রে করি কত গুলো মানুষ।
নতুন যাত্রা পালার কলাকৌশল এর মতো রপ্ত করি নতুন কথা, গল্প ।
এবার লিখে বলে ফেলি আমি শুয়োর।
এভাবে কথা গ্রাস করে আমাকে ।
২. চামড়া
একটু ফর্সা হওয়া দরকার খোদা।
নগরীতে কালো চামড়ার দাম নাই।
মেয়ে মানুষ এর দম নির্ধারন হয় রঙ্গ দিয়ে।
একটু দামী হিসেবে নিজের বিক্রি করতে দরকার ধবধবে সাদা চামড়া।
খোদা মা মেয়েকে টাকা সমেত বিক্রি করতে পারছে না ।
তাই একটু সাদা চামড়া দরকার।
আরও যদি বলি আমার সহ যোদ্ধার খোদা।
তার চামড়ার কারনে শুনতে হয় গোসল না করা শাহাবাগী।
খোদা এমন কিছু করো অধিকার এ জন্য রাস্তায় নেমেছে যারা,
তাদের বুদ্ধি দেও।
গর্ধবের দেশে তাদের সাদা চামড়া নিয়ে ভাবতে বলো।
এইসব রাজনৈতিক সচেতনতা দিয়ে কিছু হবে না।
গুরুজন বলে প্রথমে দর্শন দারী তারপর গুন বিচারী।
তাই শুধু এবং শুধু সাদা চামড়া দরকার
Social Plugin